সম্পদের সমানাধিকারের জন্য আন্দোলনের আহ্বান জাফরুল্লাহর

নারীদের সম্পদের সমানাধিকারের জন্য আন্দোলন করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, মেয়েদের সমান চোখে না দেখলে গণতন্ত্র আসবে না। আমাদের ধর্মের অনেক ভাল কথা আছে। কিন্তু একটা কথার সংস্কার প্রয়োজন। মেয়ে সম্পত্তিতে সমান অধিকার পাবে। আজকে তাই আমাদের আন্দোলন হবে এটা সংস্কারের জন্য।

বুধবার (২ জুন) দুপুরে পুরানা পল্টনের একটি মিলনায়তনে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি’র আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি বাবুল সরদার চাখারী।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘আমি আল আজহার ইউনিভার্সিটি গিয়েছি। তারা আমাকে বলেছে এর বিকল্প ব্যবস্থাও আছে। কেরানীগঞ্জে আতাউল্লাহ সাহেবও (খেলাফত আন্দোলনের আমির) বলেছেন, বাবা জীবিত থাকতে ছেলে-মেয়ের মধ্যে সমানভাবে সম্পত্তি ভাগ করে দিতে পারে। এটা না করাটা অনুচিত হবে, বেআইনি হবে। ফৌজদারি অপরাধ হবে। একজন নারীই তো আমাদের শাসন করছেন। একজন জেলে আছেন। উনিও আমাদের শাসন করেছেন।’

বঙ্গবন্ধু প্রসঙ্গে জাফরুল্লাহ আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের প্রাণের মানুষ। প্রাণের মানুষও মাঝে মাঝে ভুল করে। তার সবচেয়ে বড় ভুল হলো তিনি গণতন্ত্রকে কবর দিয়েছেন। তিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন ভারতের ও সিপিবির প্ররোচনায়। তার হঠাৎ শখ হলো আজীবন প্রেসিডেন্ট থাকার। মৃত্যুর আগের দিন উনি আমাকে সাভার থেকে ডেকে পাঠিয়েছিলেন বাকশালে যোগদানের জন্য। আমি বলেছি মুজিব ভাই, আপনি সারাজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। এই কাজ করবেন না।’