‘ইসলামী ঐক্যজোট’র নাম ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথভাবে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট আব্দুর রকিবের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গঠিত ‘ইসলামী ঐক্যজোট’ প্যাড সর্বস্ব ও অবৈধ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
রকিবের নেতৃত্বে নতুন করে কমিটি গঠিত হওয়ার ২০ দিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ঐক্যজোট এক বিবৃতিতে জানায়, রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের ৯১-সদস্য কমিটিকে প্যাড সর্বস্ব। রকিবের নেতৃত্বে কমিটি গঠনের কোনও নৈতিক বা সাংগঠনিক ভিত্তি নেই। কেননা, জোটের সংবিধান মোতাবেক মজলিশে শুরা কর্তৃক নির্বাচিত ইসলামী ঐক্যজোটের জাতীয় নির্বাহী কমিটি ৭ জানুয়ারি অনুষ্ঠিত ত্রি-বার্ষিক জাতীয় কনভেনশনে ঘোষণা করা হয়।
ইসলামী ঐক্যজোট জানায়, রকিবের মেকি কমিটি কে, কোথায়, কখন ও কার দ্বারা গঠিত হয়েছে, তার কোনও উল্লেখ প্রকাশিত সংবাদপত্রের খবরে নেই। উপরোন্তু মুফতি আবদুল হালিম বোখারী, মাওলানা আবুল হাছান আবদুল্লাহ, শায়খুল হাদিস আতাউর রহমান, অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজিসহ যাদের নাম এই ভুয়া কমিটিতে সন্নিবেশিত করা হয়েছে, তারা কেউ এ বিষয়ে অবগত নন বলে যোগাযোগ করে জানা গেছে।
তাছাড়া এখন থেকে ইসলামী ঐক্যজোটের নাম অবৈধভাবে ব্যবহার করার বিরুদ্ধে সংশ্লিষ্ট সকলকে হুঁশিয়ার করে দিয়ে বিবৃতিতে বলা হয় যে, অন্যথায় অবৈধভাবে ইসলামী ঐক্যজোটের নাম ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথভাবে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
/সিএ/টিএন/