আশ্বাসে অবরোধ ছাড়লো ঢাকা কলেজ ছাত্রলীগ, যান চলাচল স্বাভাবিক

দীর্ঘদিন ধরে আশ্বাসের পরও কমিটি না পেয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজ ছাত্রলীগ। এ সময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতার তিন জন ঘটনাস্থলে আসেন।

রবিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের আশ্বাসে অবরোধ ছাড়েন নেতাকর্মীরা।

বাহাউদ্দিন নাসিম উত্তেজিত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ছাত্রলীগের নতুন নেতৃত্ব এলে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি করা হবে।’ 

রোববার রাত ১১ টায় ঢাকা কলেজ ছাত্রলীগ কমিটির দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা কলেজের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এলে তাদের অবরুদ্ধ করে রাখেন নেতাকর্মীরা।

এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা নাসিম ও নানকের গাড়ি অবরোধ করে। তখন নাসিম অবরোধকারীদের উদ্দেশে বলেন, ‘এটাই কি ছাত্রলীগ? রাস্তা বন্ধ করে ছাত্রলীগ?’ একপর্যায়ে তিনি বলেন, ‘নতুন নেতৃত্ব এলে ঢাকা কলেজের কমিটি হবে।’ এরপর ঢাকা কলেজে নেতাকর্মীরা রাস্তা থেকে চলে যান।

সায়েন্সল্যাবে মোড় অবরোধের ফলে নিউমার্কেট-মিরপুর, মিরপুর-শাহবাগ, ধানমন্ডি-শাহবাগ রোড়ে যানচলাচল বন্ধ ছিল। ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পর এখন যান চলাচল স্বাভাবিক হয়েছ।

ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ফুয়াদ হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে না। ছয় বছর আগে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল। এরপর কমিটি দেবে দেবে করেও দেয়নি তারা।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন। এরপর আর সুযোগ নেই। আজ চট্টগ্রাম থেকে জয় ভাই আসার পর আমরা তার কাছে জানতে চেয়েছি, কমিটি দিচ্ছে না কেন? তিনি বললেন, দেওয়ার চেষ্টা করছেন।