সারা দেশে যুবলীগের শান্তি সমাবেশ

পঞ্চগড়ে ‘বিএনপি-জামায়াতের মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সারা দেশে শান্তি সমাবেশ করেছে যুবলীগ।

শনিবার (১১ মার্চ) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সব জেলা-মহানগরে এ কর্মসূচি পালিত হয়।

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে যাত্রাবাড়ী চৌরাস্তা শেখ রাসেল পার্কের সামনে সমাবেশ হয়।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি ভোট দেয় আপনারা ক্ষমতায় আসবেন। তত দিনে জনগণের জন্য কাজ করেন। কিন্তু জনগণের অধিকার অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান, তার দাঁতভাঙা জবাব আপনারা রাজপথেই পাবেন।

বক্তারা আরও বলেন, পালিয়ে যাবে বিএনপি, কারণ তারা বাংলাদেশের মানুষকে ধারণ করে না। তাদের সঙ্গে মানুষের কোনও সম্পর্ক নেই। আজ নতুন প্রজন্ম জাগ্রত, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বলে এখন মানুষকে বোকা বানাতে পারবে না। যুবলীগের নেতা-কর্মীরা আদর্শের এই সংগঠনকে ভালোবাসে বলেই শেখ হাসিনার ডাকে রাজপথে আছে এবং থাকবে।

তারা বলেন, যুবলীগ নেতা-কর্মীরা বিএনপি-জামায়াত ও দেশবিরোধী চক্রের বাংলাদেশের বিরুদ্ধে যেকোনও চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। গত ১৪ বছরে দেশের উন্নয়নের সুফল আপনারা পাচ্ছেন। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এ দেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।