আলেমদের কারাবাস জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাধা: বিবৃতি

আলেমদের দীর্ঘ কারাবাস জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিকে বাধাগ্রস্ত করবে বলে বিবৃতি দিয়েছেন হেফাজতের আমিরসহ দেশের কিছু আলেম। তারা দ্রুত মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা রফিকুল ইসলামসহ গ্রেফতারকৃত সব আলেমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।  

বিবৃতি দিয়েছেন– হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইয়াহইয়া, আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা ইসমাঈল নূরপুরী, আব্দুল হামিদ, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা আবুল কালাম, মাওলানা সাঈদ নূর, মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফজলুল হক, মুফতি এমদাদুল হক, মুফতি আতাউর রহমান, মাওলানা গোলাম মাওলা, মাওলানা নূরুজ্জামান প্রমুখ।

বিবৃতিতে বলা হয়েছে, আলেমদের বছরের পর বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। কিছুদিন পর আমাদের সামনে  জাতীয় নির্বাচন। মাওলানা মামুনুল হককে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। উদ্দেশ্যমূলক, রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে তাকে সামাজিক ও ধর্মীয়ভাবে কোণঠাসা করার অপচেষ্টা করা হচ্ছে। আলেমদের প্রতি অযাচিত কোনও অপবাদ ও চরিত্র হনণের অপপ্রয়াস এদেশের তৌহিদি জনতা মেনে নেবে না।

ইতোমধ্যেই দেশের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সাক্ষাতে বিস্তারিত অবহিত করেছেন। তিনি আলেমদের মুক্তির ব্যাপারে আশ্বাসও দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনও কার্যকর পদক্ষেপ দেখছি না।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলায় প্রায় দুই বছর ধরে বহু শীর্ষস্থানীয় আলেম কারাগারে বন্দি আছেন। দীর্ঘ কারাবাসের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন, তাদের কেউ কেউ সোজা হয়ে হাঁটা-চলা পর্যন্ত করতে পারছেন না। কারাবন্দি আলেমদের প্রতিটি পরিবার মানবেতর জীবনযাপন করছে। আলেম সমাজের জন্য এসব পরিস্থিতি মেনে নেওয়া কষ্টদায়ক। আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।