‌‘স্বচ্ছ ও নিরপেক্ষ সাংবাদিকতায় প্রশংসনীয় ভূমিকা রাখছে বাংলা ট্রিবিউন’

বাংলা ট্রিবিউনের জন্মদিনে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরিফের পীর হজরত শাহ সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী।

শনিবার (১৩ মে) এক অভিনন্দন বার্তায় বাংলা ট্রিবিউনের ব্যবস্থাপনা পরিষদ, সম্পাদক ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

বিএসপি কেন্দ্রীয় দফতর সম্পাদক শাহ মুহাম্মদ ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘বাংলা ট্রিবিউনের দশম বর্ষে পদার্পণ নিঃসন্দেহে এটি সাফল্যের মাইলফলক। আমরা দেখি কিছু সংবাদমাধ্যম বিভিন্ন দলের লেজুড়বৃত্তি সংবাদ প্রকাশ করে বিতর্কিত ভূমিকা রাখলেও বাংলা ট্রিবিউন সব সময় তাদের নিরপেক্ষতা অব্যাহত রেখেছে।

ইতোমধ্যেই বাংলা ট্রিবিউন গণমানুষের আস্থা ও ভালোবাসার মুখপত্র হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দিন দিন সর্ব মহলে সুনাম কুড়াচ্ছে বাংলা ট্রিবিউন। অনলাইন সংবাদমাধ্যমটি নিরপেক্ষ ও স্বচ্ছ সাংবাদিকতায় সাফল্যের দৃষ্টান্ত অর্জন করেছে।

বিএসপি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, সাফল্যের পথে বাংলা ট্রিবিউনের পথচলা আরও দৃপ্ত হোক। দীর্ঘজীবী হোক বাংলা ট্রিবিউন।