২৫ ফেব্রুয়ারি শোক দিবস পালনের আহ্বান কল্যাণ পার্টির

মহানগর কল্যাণ পার্টির আলোচনা সভাকল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বিডিআর হত্যাকাণ্ডের দিনটিকে (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন। তার মতে, ২০০১ সালে তৎকালীন বিডিআর রৌমারি ও পাদুয়াতে  দেশের পক্ষে বিরাট বিজয় অর্জন করেছিল। সেই অর্জনের ধারাবাহিকতা রুখে দিতে পিলখানার ঘটনার কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে পার্টির মহানগর কার্যালয়ে পিলখানা ট্রাজেডি স্মরণে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।  
এম এম আমিনুর রহমান বলেন, ২৫ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানা বিদ্রোহে বাংলাদেশ সেনাবাহিনী ও তৎকালীন বিডিআরকে মুখোমুখি দাঁড় করিয়ে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল।
মহানগর সভাপতি আলী হোসেন ফায়েজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ মাহবুব,ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট বেনী আমিন,সাহিদুর রহমান তামানা,সৈয়দ মুহা: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, দপ্তর সম্পাদক আল আমিন ভূঁইয়া রিপন আন্তার্জাতিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, আইন সম্পাদক  অ্যাডভোকেট মুবিনুল হক, ডক্টর আনোয়ার হোসেন, মহানগর প্রচার সম্পাদক নাসিমুল গনি মাসুম, নগর অর্থ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
এসটিএস/এমএসএম