প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে: মান্না

খামারবাড়িতে নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। তারা অভিযোগ করেন, হামলায় দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে মারধর করা হয়েছে। তারা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, আজ খামারবাড়িতে নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে ছাত্রলীগের শতাধিক ক্যাডার হামলা চালায়। তারা টেবিল, চেয়ার ভাঙচুর করে কর্মসূচির ব্যানার, স্বাক্ষরকৃত কাপড়, টেবিল, চেয়ার নিয়ে যায় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের ১৫-২০ জন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে ঘিরে ধরে মারধর করে।

নাগরিক ঐক্য জানায়, এক পর্যায়ে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান সবুজ সাকিব আনোয়ারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের ১৫-২০ জন ক্যাডার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে আটকে বেধড়ক মারধর করে। এ সময় পাশেই পুলিশ অবস্থান করলেও তারা নীরব থাকে।

বিবৃতিতে মাহমুদুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে গায়ের জোরে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিরোধী মতকে দমন করতে তারা রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি দলীয় ক্যাডার বাহিনীকে ব্যবহার করছে। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে তারা গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষরের মত কর্মসূচিতেও হামলা করছে। কারণ তারা জনগণকে ভয় পায়। তারা জানে একদিন তাদের সব অপকর্মের হিসাব জনগণ নেবে।

দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘গণস্বাক্ষর কর্মসূচি পণ্ড করা এবং সাকিব আনোয়ারের ওপর এই বর্বরোচিত হামলার সমুচিত জবাব দেওয়া হবে। প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে। সময় আসছে। জনগণ স্বৈরাচার সরকার এবং সন্ত্রাসী দল আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে আছে। যেকোনও সময় গণবিষ্ফোরণ হবে। সেদিন গর্তে লুকানোর সুযোগও পাবে না অবৈধ ক্ষমতাসীনরা।