খালেদা জিয়ার অভিযোগ

ছেলের অপকর্ম আতিউরের ঘাড়ে চাপানো হয়েছে

 খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন,বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়নি,চুরি হয়েছে। কারা এর সঙ্গে জড়িত,তা পত্রিকা লিখলে গুম করে ফেলা হবে। তাই তারা রাঘব বোয়াল লিখছে। তিনি দাবি করেন,পদত্যাগী গভর্নর ড.আতিউর রহমানকে বলির পাঁঠা বানানো হয়েছে। ছেলের অপকর্ম তার ঘাড়ে চাপানো হয়েছে।
শনিবার রাতে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন,‘সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বের হয়েছে। আপনারা সেটা জানেন,পড়েছেন। আপনারা জানেন কে এর সঙ্গে জড়িত। সে জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন। কিন্তু হাসিনা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাধ্য হয়ে পদত্যাগ করেছেন এবং তাকে বলির পাঠা বানানো হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘তিনি (আতিউর) কেঁদেছেন। কেঁদেছেন এ কারণে যে,ছেলে অপকর্ম করবে আর তার দায়ভার আরেকজনের ওপর চাপানো হবে। তাই তার চোখের পানি আসা স্বাভাবিক।’
​বিএনপি চেয়ারপারসন বলেন,‘শেখ হাসিনাকে বাদ দিয়েই ভবিষ্যতে নির্বাচন হবে। সে জন্য এখন থেকেই কাজ করতে হবে। তিনি বলেন,হাসিনা মার্কা নির্বাচন নয়, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। হাসিনা-মার্কা নির্বাচনে বিএনপি যাবে না।’
খালেদা জিয়া জানান,এক মাসের মধ্যে তারা ভিশন ২০৩০ চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন।

 

 

এসটিএস/এমএসএম