দীর্ঘদিন পর রাজপথে জামায়াত: হরতালের সমর্থনে ঝটিকা মিছিল

হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল

সোমবারের (২৮ মার্চ) আগে সর্বশেষ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডের প্রতিবাদে হরতালে মাঠে নেমেছিল জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে কর্মসূচি না থাকায় রাজপথে কোনও কর্মসূচি ছিল না দলটির। তবে রাষ্ট্রধর্মকে ব্যবহার করে নিজেদের কর্মসূচিতে আজ ফের রাজপথে নামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল-পিকেটিং করেছে জামায়াত-শিবিরকর্মীরা। রাজধানীর মালিবাগ এলাকায় মিছিল করেছে রমনা থানা জামায়াত-শিবির শাখার সদস্যরা। সোমবার সকাল পৌনে ৮টায় তারা এ মিছিল করে। মিছিলে জামায়াত নেতা ড. আহসান হাবিব, আতাউর রহমান সরকার, মাহবুবুর রহমান, শাহজালাল খান, শিবির নেতা সাইয়েদ জোবায়ের, জামিল মাহমুদ, আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল

রাজধানীর রামপুরায় বিক্ষোভমিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা। শাখার সভাপতি সিয়াম রেজার সভাপতিত্বে ও সেক্রেটারি এস আর মিঠু’র পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সগীর বিন সাঈদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল থেকে এক কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে শিবির।

জামায়াতের ডাকা হরতালের সমর্থনে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ উদ্যোগে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে সকাল পৌনে ৮টায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, জামায়াত নেতা সাইফুর রহমান, কিরণ, আব্দুল হান্নান, এ্যড. কামরুল, ইমরান হাসান তারিফ ও রাবিউল উপস্থিত ছিলেন।

হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল

হরতালের সমর্থনে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে নবাবপুর রোডে মিছিল করেছে লালবাগ থানা জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন আবু আনাম, মহসিন, শাহ আলম, শহীদুল ইসলাম ও রাশেদ প্রমুখ।

হরতালের সমর্থনে সোমবার সকাল ৬টায় নয়াবাজার এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুর রহমান, তোফাজ্জল হোসেন, মনির হোসেন, রাসেদ সিদ্দিকী, মো: শামীম, ফজলে আজিম, কাদের মোল্লাহ ও আমীর হোসেন প্রমুখ।
রাজধানীর মুগদা, বনশ্রী, কামরাঙ্গীরচর, আশকোনা, মিরপুর পূর্ব ও পশ্চিম থানা, কাফরুল, দিয়াবাড়ি, খিলক্ষেত এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

/এসটিএস/এফএস/