‘এক নেতা এক পদ’: ফখরুলকে দিয়েই গঠনতন্ত্র বাস্তবায়ন শুরু

মির্জা ফখরুল ইসলাম আলমগীরপ্রথমবারের মতো গঠনতন্ত্র অনুযায়ী ‘এক নেতার এক পদ’ মেনে নিয়ে কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ ছাড়লেন বিএনপির নবমনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দিবাগত রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই পদত্যাগের মধ্যদিয়ে বিএনপিতে এক নেতার এক পদ বাস্তবায়ন শুরু হল।
সূত্রের দাবি, পদত্যাগপত্র চেয়ারপারসন গ্রহণ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবল মাত্র বিএনপির মহাসচিব পদটিতেই থাকবেন। মির্জা ফখরুল বিগত বছরগুলোয় কৃষক দলের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি মির্জা ফখরুল নিজেই সংবাদ সম্মেলনে জানান, অতিদ্রুত তিনি একাধিক পদের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।
শনিবার দিবাগত রাতে কৃষক দলের সাধারণ সম্পাদক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, মির্জা ফখরুল পদত্যাগপত্র পাঠিয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী তিনি পদত্যাগ করবেন। সংগঠনের সভা ডেকে নতুন কাউকে ভারপ্রাপ্ত সভাপতি করার কথাও জানান দুদু। 

এসটিএস/এমএসএম