বিএনপিকে আর পানি ঘোলা করতে দেওয়া হবে না: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুবিএনপিকে আর গণহত্যা চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘এদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না। বিএনপিকে আর পানি ঘোলা  করতে দেওয়া হবে। তারা যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে  উচিত শিক্ষা দেওয়া হবে।’  বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি যদি নির্বাচন করা সম্ভব না হতো, তাহলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। গণতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট হতো। সেদিন বাংলার মানুষ শেখ হাসিনার পক্ষে ও গণতন্ত্রের পক্ষে ছিল বলে নির্বাচন তারা (বিএনপি) প্রতিহত করতে পারেনি।’  তিনি  বলেন, ‘দু’বার শিক্ষা দিয়েছি, আগামী নির্বাচনেও শেখ হাসিনার পক্ষে রায় নিয়ে গণতন্ত্রের চিরদিনের শিক্ষা দিয়ে দেব।’

সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ)-এর সভাপতি আবুল হাসনাত সভাপতিত্ব করেন। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনির সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও মহানগর আওয়ামী লীগের দক্ষিণের নেতারা বক্তব্য রাখেন।

/পিএইচসি/এমডিপি/ এমএনএইচ/