১৬ কোটি বাঙালির অনুভূতির নাম ছাত্রলীগ: খালিদ মাহমুদ

খালিদ মাহমুদ চৌধুরীছাত্রলীগ বাংলাদেশের ১৬ কোটি মানুষের অনুভূতির নাম, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলা মুক্তমঞ্চে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রনেতাদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের গর্বিত অংশীদার ছাত্রলীগ। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু বলতেন ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস।’ পৃথিবীতে ছাত্রলীগের মত বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন নেই বলেও এসময় তিনি মন্তব্য করেন।
খালিদ মাহমুদ আরও বলেন, “জনগণের অধিকার আদায়ের জন্যই বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ১৬ কোটি জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি ছাত্রলীগ। ছাত্রলীগ যে সিদ্ধান্ত নেয়, সেটাই ইতিহাস। বঙ্গবন্ধু যখন ৬ দফা দাবি উত্থাপন করেছিলেন তখন ছাত্রলীগকে এই ৬ দফা দাবি পৌঁছে দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। জাতির পিতা শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিও দিয়েছিল ছাত্রলীগ।”
বিরল উপজেলা ছাত্রলীগ সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক উমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি প্রমুখ।
/ইএইচএস/এমও/