বিএনপির গণতন্ত্র কখনও বিবি, কখনও গোলাম: ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের মুখে গণতন্ত্রের বুলি ‘ভূতের মুখে রাম নাম’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের (বিএনপির) গণতন্ত্র আসলে ম্যাজিকের তাস, কথায় কথায় রং বদলায়। কখনও বিবি, কখনও গোলাম।’ বৃহস্পতিবার বিকালে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রী হল শাখা’র নেতাদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরমতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘হাওর অঞ্চলের দুর্গত মানুষের ত্রাণ নিয়ে বিএনপি নেতারা ঢাকায় বসে বড় বড় কথা বলছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার হাওর অঞ্চলে গিয়েছিলেন। তবে তিনি দুর্গত মানুষেরদের কোনও সাহায্য দেননি। যারা সেখানে সাহায্য নিতে এসেছিল তারা খালি হাতে ফিরে গেছেন। তিনি গিয়েছিলেন সেখানে ফটোসেশনের জন্য, এরপর ঢাকায় এসে এটা নিয়ে বড় বড় কথা বলছেন।’

বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, ‘তারা ঢাকা বসে এতো বড় বড় কথা বলছেন তাদের নেত্রী, যিনি তিনবারের প্রধানমন্ত্রী তিনি কি একবারও হাওরে গিয়েছেন?’

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রলীগের নেতাদের মেধা, বুদ্ধি, যোগ্যতা, দক্ষতা দিয়ে তাদের আকর্ষণীয় হতে হবে। এমন কিছু করা যাবে না যাতে শেখ হাসিনার সুনাম নষ্ট হয়। দুই একজনের খারাপ আচরণে শেখ হাসিনার উন্নয়ন, অর্জন যেনও নষ্ট না হয় সে দিকে লক্ষ্য রাখাতে হবে।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ প্রমুখ।

/ইএইচএস/এমও/