‘নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকলে প্রচারণা চালাবো না’

প্রচারণায় আতিকুল ইসলাম (ছবি: শাহেদ শফিক)ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এখন কোনও প্রচারণা চালানো যাবে না। তবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বিভিন্ন এলাকায় যাচ্ছেন। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘কোনও প্রতীক বা দলবল নিয়ে নির্বাচনি প্রচারণা করছি না। শুধু এলাকায় গিয়ে পরিচিত হচ্ছি। এতেও যদি নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকে তাহলে আইনকে শ্রদ্ধা জানিয়ে তাও করবো না।’ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর শাহজাদপুর লেকপাড়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা এখানে সবার সঙ্গে একটু মতবিনিময় করতে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম, এখানকার বস্তিবাসীরা কিভাবে থাকেন। তাদের সঙ্গে ও স্থানীয় জনগণের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এসেছি। তাদের সঙ্গে মতবিনিময় করবো। আমার পরিচিতি কী তা নিয়ে কথা বলবো।’

এই ব্যবসায়ী নেতার ভাষ্য, “গত বছরের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন— ‘এলাকায় যাও, ঢাকাবাসীর সঙ্গে কথা বলো। আওয়ামী লীগ একটি বড় দল। নেতাকর্মীদের সঙ্গে কথা বলো।’ সেজন্যই বিভিন্ন এলাকায় গিয়ে সবার সঙ্গে কথা বলছি।”

প্রচারণায় আতিকুল ইসলাম (ছবি: শাহেদ শফিক)এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত উল্যাহ প্রমুখ।