‘ম্যাডামের চিকিৎসা করেন, নইলে বলবেন সরকার শীত নিয়ন্ত্রণে ব্যর্থ’

মানববন্ধনে হাছান মাহমুদআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডিমেনশিয়া রোগ হয়েছে। তাকে নিয়ে আমি চিন্তিত। তার চিকিৎসা করেন।’

শনিবার সকালে প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘যারা বুঝেও বোঝে না তাদের বোঝানো যায় না। পদ্মা সেতু নিয়ে ম্যাডাম খালেদা জিয়ার মন্তব্যের জবাব দিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল আবার সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন। আমি ম্যাডাম খালেদার জন্য অত্যন্ত চিন্তিত। তার বয়স ৭৪-এর কাছাকাছি। বুড়ো বয়সে ডিমেনশিয়া রোগ হয়। আমি অত্যন্ত চিন্তিত যে, খালেদা জিয়ার এ রোগ হয়েছে কিনা। ফখরুল সাহেবেরও এই রোগের বাতাস লেগেছে কিনা তা নিয়েও আমি চিন্তিত। বিএনপিতে অনেক ডাক্তার আছেন। তাদের প্রতি অনুরোধ ম্যাডামের চিকিৎসা করেন। নাহলে কয়েকদিন পরে ম্যাডাম বলবেন, সরকার শীত নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’  

তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। উন্নয়ন বজায় রাখতে হলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। মাহাথির মোহাম্মদ টানা ২২ বছর মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন। সেদেশকে তিনি কোথা থেকে কোথায় নিয়ে গেছেন। উন্নয়নের ধারাবাহিকতা চললে পৃথিবীর মানুষ মালয়েশিয়া আর সিঙ্গাপুরের গল্প বলবে না। তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের গল্প বলবে।’