গাজীপুর সিটির মামলা আদালতে তুলেছিলেন মওদুদ: হাছান মাহমুদ


আলোচনা সভায় হাছান মাহমুদআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে মামলায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হয়েছে সেই মামলার পক্ষে গত মাসে লড়েছেন মওদুদ আহমদ। সেদিন সঠিকভাবে মামলা উপস্থাপিত না হওয়ায় কোনও আদেশ দিতে পারেনি আদালত। রবিবার (৬ মে) সেই মামলা উপস্থাপন করা হয় আদালতে। তখন আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন। এই মামলায় কে লড়েছেন আর এটা কাদের ষড়যন্ত্র তা বোঝা যায়।

মঙ্গলবার (৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গাজীপুরের নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ হতাশ দাবি করে হাছান মাহমুদ বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বিপুল ভোটে জয়লাভ করতো।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া মেট্রিক পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছিলেন। শুধু উর্দুতে পাস করেছিলেন। যাদের উর্দু বেশি প্রিয় তারা কিন্তু রবীন্দ্রনাথকে পছন্দ করে না। বাঙালি জাতির অনেকেই রবীন্দ্রসংগীত শুনে ঘুমাতে যান। আবার ঘুম থেকে উঠেও রবীন্দ্রসংগীত শোনেন। কিন্তু অনেকে আছেন যারা রবীন্দ্রনাথকে সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারেন না তাদের আশ্রয় ও প্রশ্রয়স্থল হচ্ছে বিএনপি-জামায়াত।’
বিএনপি খালেদা জিয়ার মুক্তি চায় না দাবি করে তিনি বলেন, ‘বিএনপি চায় না খালেদা জিয়া মুক্তি পাক। এ বিষয়ে অবশ্য বিএনপি নেতারা রাগঢাক করে নাই। উনারা বলেছেন, খালেদা জিয়া জেলে থাকলে প্রতিদিন তাদের ভোট বাড়ে। যেই নেতারা মনে করেন খালেদা জিয়া জেলে থাকলে ভোট বাড়ে, তারা নিশ্চয়ই খালেদা জিয়ার মুক্তি চায় না। তারা খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে মোটেও আন্তরিক নন।’