কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান সেতুমন্ত্রীর

ওবায়দুল কাদের (ফাইল ছবি: ইন্টারনেট থেকে)কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি আস্থা রাখুন। প্রধানমন্ত্রী কথা দিলে কথা রাখেন। আপনারা একটু ধৈর্য ধরুন।’ রবিবার (১৫ জুলাই) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িতদের গ্রেফতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেটা বক্তব্য, ভাইস চ্যান্সেলরের বাড়িতে যে ঘটনাটি ঘটেছে, তা নারকীয় তাণ্ডব। সেই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদেরই কেবল গ্রেফতার করা হচ্ছে।’

'শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত কিনা'—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের বর্তমানে যেহেতু কোনও কমিটি নেই, সুতরাং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর যে হামলা হচ্ছে, তা ছাত্রলীগের নাম ভাঙিয়ে অন্য কেউ করছে কিনা তা পরিষ্কার নয়।’

বিএনপির নেতিবাচক রাজনীতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতি না করলে তো দণ্ড হতো না। তাদের নেগেটিভ রাজনীতিই তাদের মাইনাস করেছে। এখানে সরকারের কিছু করার নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তানের মতো দেশে দুর্নীতির দায়ে নওয়াজ শরীফ ও তার মেয়েকে দেশে ফেরার সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে। এটাই রাজনীতি। রাজনীতি করলে সাহস থাকতে হয়।’

বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের (বিএনপির) ৭ ধারা বাতিল তো সরকার করেনি । তারাই করেছে। বিএনপির ৭ ধারা বাতিল হচ্ছে মধ্যরাতের ক্যু। এ ধারা বাতিল করে দলটি নিজেদের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে পরিচয় দিয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ত্রাণ ও কল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।