তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে চাইলেন নাসিম

01একাদশ জাতীয় নির্বাচনে তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে দেওয়ার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে তিনি এ আহ্বান জানান।

নাসিম বলেন, ‘আমাদের দলের যোগ্য নেতৃত্বের কারণে সব হুমকি পরাজিত হয়েছে। যারা হুমকি দিয়েছিল তারাই সুবোধ বালকের মতো আমাদের নেত্রীর সঙ্গে সংলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও তিনি। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী।’
জনগণই ভোটকেন্দ্র পাহারা দেবে উল্লেখ করে নাসিম বলেন, ‘ড. কামাল হোসেন সাহেব বলেছেন তারা ভোটকেন্দ্র পাহারা দেবে। আমাদের কেন্দ্র পাহারা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। জনগণই কেন্দ্র পাহারা দেবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তারসহ অনেকে।