‘বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরজাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সম্পাদকমণ্ডলীর সভায় উপজেলা নির্বাচনে মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরই মধ্যে দুই দফায় মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২২-২৩ তারিখ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। এই দু’টি বৈঠক শেষে তৃতীয় ও চতুর্থ ধাপের মনোনয়ন দেওয়া হবে।’

এসময় তিনি বলেন,  ‘উপজেলা নির্বাচনে দলের মনোনয়নকে কেন্দ্র করে প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘জাতীয় নির্বাচনে দু’জন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।’

জামাত নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এখন আদালতের এখতিয়ার। আওয়ামী লীগ সবসময়ই জামাতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে। আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’