‘মুজিব বর্ষ’ পালনে প্রতিটি জেলায় কমিটি করবে আ. লীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের লক্ষ্যে প্রতিটি জেলায় কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া বঙ্গবন্ধুর দুর্লভ ছবি, চিঠি এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করবে দলটি।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে দলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য মুজিব বর্ষ পালনের জন্য জেলা পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের আট বিভাগের সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের জেলার সভাপতি সাধারণ সম্পাদককে এ নির্দেশনা পৌঁছে দেবেন। দ্বিতীয় সিদ্ধান্তটি হলো, জাতির জনকের ছবি, তথ্য, চিঠি সংগ্রহ করা। বঙ্গবন্ধু ‘৪৭ এর পরে দেশের মানুষকে তাদের অধিকার সচেতন করতে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছেন। আন্দোলন সংগ্রাম করেছেন। বিভিন্ন সভা-সেমিনার করেছেন। এছাড়াও তার কর্মকাণ্ড পরিচালনার সময় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন, থেকেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে  তার যে নিবিড় সম্পর্ক ছিল। এটার জন্যও আমাদের সাংগঠনিক সম্পাদকরা জেলার সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশনা দেবেন। কোনও ব্যক্তি যদি থাকেন, বয়োজ্যেষ্ঠ মানুষ যার সঙ্গে বঙ্গবন্ধু কথা বলেছেন। চলার পথে দেখা হয়েছে। সেই তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করতে চাই।’

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির পিতার রাজনৈতিক জীবনের চলার পথে উনার যদি কোন দুর্লভ ছবি থাকে যা এখন আমাদের কাছে আসেনি বা জাতীয় পর্যায়ে প্রকাশ হয়নি। এমন ছবি থাকলে তা সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর লেখা কোনও চিঠি যদি আরও কাছে থেকে থাকে সেগুলো সংগ্রহ করার জন্যও নির্দেশনা যাবে।’