ঢাকার দুই সিটিতে মেয়র পদে আ. লীগের ১৬ মনোনয়ন ফরম বিক্রি

আওয়ামী লীগঢাকার দুই সিটি নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৬ জন। এরমধ্যে প্রথম দিন বুধবার (২৫ ডিসেম্বর) ৮টি এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৮টি। দ্বিতীয় দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চার জন এবং ঢাকা উত্তর সিটিতে চার জন ফরম কিনেছেন। এদিন, ঢাকা দক্ষিণে ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকনও। আর উত্তরে ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর।

এছাড়া, বৃহস্পতিবার থেকে দুই সিটিতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৮০৯ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে উত্তরে ৩৩৬ জন দক্ষিণে ৪৭৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৯৬ জন মনোনয়ন সংগ্রহ করেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থে‌কে ধানম‌ন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে ক্ষমতাসীন দল। চলবে ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আওয়ামী লীগ সভাপ‌তির কার্যাল‌য়ের পুরনো ভব‌নে উত্তর ও দক্ষিণ সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র ও কাউন্সিলর প্রার্থী‌দের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হ‌য়।

উল্লেখ্য, কাউন্সিলর প‌দে মনোনয়ন ফরম ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটিতে কাউন্সিলর সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। আর দ‌ক্ষি‌ণে সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।