বিএনপি পৌর নির্বাচনকে বিতর্কিত করতে চায়: হানিফ

হানিফবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট পৌর নির্বাচনকে বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জোট আন্দোলনের ইস্যু তৈরি করার চেষ্টা করছে। শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  
বিএনপি নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন বলে মন্তব্য করে হানিফ বলেন, বিএনপি নেতারা পৌর নির্বাচনে পথসভায় সরকার ও মন্ত্রীদের বিষয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। যা নির্বাচনের আচরণবিধির পরিপন্থী। আমরা নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাব। পাশাপাশি বিএনপি নেতাদের বলব, উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না।
চট্টগ্রাম নৌ-ঘাঁটির মসজিদে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি বলেন, চোরাগোপ্তা হামলা কারা করছে, সেটা এখন পরিষ্কার। মানবতাবিরোধী অপরাধীদের বিচার বন্ধ করতে ও  খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিচার বন্ধ করতে এই সব হামলা পরিচালিত হচ্ছে। এ সব হামলার পেছনে একটাই শক্তি। সেটা হচ্ছে বিএনপি-জামায়াত।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই নেতা বলেন, দল থেকে যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনার নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করতে পারে, এমন জনপ্রিয় কেউ হয়ে ওঠেননি। তাই দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের বলব, তারা নির্বাচন থেকে সরে এসে দলীয় পদ ফিরে পেতে আবেদন করতে পারেন। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের যারা সহযোগিতা করবেন, তথ্য-প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/