বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: আমু

আমির হোসেন আমুআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির রোল মডেল। এদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তাদের প্রত্যেকেই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে।’

রবিবার (২৫ অক্টোবর) সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। আবহমানকাল থেকেই এই দেশে সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি।’

শুভেচ্ছা বার্তায় ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। করোনা সংকট মোকাবিলায় পূজার দর্শনণার্থীসহ সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।