‘বাঙালি জাতিসত্তার ধারণা প্রতিষ্ঠা পেয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাঙালি জাতিসত্তার ধারণা প্রতিষ্ঠা পেয়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ চেয়েছিল গণতান্ত্রিক ও বহুদলীয় ব্যবস্থা এবং সংস্কৃতি ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধু সারাজীবন এসব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।

শনিবার (২৮ আগস্ট) ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’-বিষয়ে একটি গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থার। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তিনি বন্দি হলেও দেশের মানুষ সম্মিলিতভাবে তার নির্দেশে যুদ্ধে লিপ্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল ইসলাম বলেন, দেশ স্বাধীনের পর সংবিধান গঠনের পরপরই ১৯৭৩ সালে নির্বাচন দেন বঙ্গবন্ধু। তিন মাসের মধ্যে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ ত্যাগ করে এবং অর্থনীতি পুনরুজ্জীবনের জন্য বিভিন্নমুখী উদ্যোগ নেন তিনি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং বাস্তবায়ন শুরু হয়। শতাধিক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু অনেক কিছু অর্জন করতে সক্ষম হন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বক্তব্য রাখেন।