আ.লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমবেতন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়া চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের উদ্দ্যেশে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আপনাদের ফোরাম আছে, টেলিভিশনে টকশো করেন, আমরাতো আপনাদের সঙ্গেই আছি। কিন্তু আন্দোলনের নামে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। আন্দোলন শেখাবেন না। আমরা আন্দোলন করা দল, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।'
রবিবার জাতীয় মানসিক ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, মানসিকভাবে অসুস্থ রোগীদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। যেন তারা সুস্থ হয়ে পরিবারে ফেরত যেতে পারে।
এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পর তিনি হাসপাতালের কনফারেন্স হলে চিকিৎসক নার্সদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলন ছাড়াই আপনারা ন্যায্য পাওনা পাবেন। যতদ্রুত সম্ভব মানসিক স্বাস্থ্য আইন প্রণয়ন করে সংসদে পাস করা হবে।
মানসিক হাসপাতালের পরিচালক এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) নেতা এম এ আজিজ।
পরে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় কিডনী ইন্সটিটিউট এবং সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন করেন।

/জেএ/এনএস/