ছাত্রলীগের কমিটি হবে আ.লীগের সম্মেলনের আগে

আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন। তার আগেই তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই তথ্য জানান।

প্রথম অধিবেশনে ওবায়দুল কাদের বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির প্রার্থীদের নাম প্রস্তাব ও সমর্থন করা হবে৷ একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের প্রার্থীদের নাম প্রস্তাব করে সমর্থন করিয়ে নিতে হবে৷ ছাত্রলীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার কাছে সিভি জমা দিবে৷ আমি আশা করছি, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই নেত্রী সিভি পরীক্ষা করবেন৷ ছাত্রলীগ নতুন কমিটি পাবে৷

দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয় বিকাল সাড়ে চারটায়। সেখানে ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও কাউন্সিলররা উপস্থিত ছিল শুধু।  ছাত্রলীগ সূত্রে জানা যায়, দ্বিতীয় অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর ওপর নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়।

দ্বিতীয় অধিবেশন শেষে উৎকণ্ঠা বাড়ছে পদপ্রত্যাশীদের মাঝে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পদপ্রত্যাশী বলেন, সম্মেলন শেষ হওয়ার পরপরই স্নায়বিক চাপ বাড়ছে। উৎকণ্ঠা, উদ্দীপনা ও উচ্ছ্বাস কাজ করছে। আশা করছি ভালো কিছু হবে। প্রধানমন্ত্রী অভিজ্ঞতা ও ক্যারিশমাটিক নেতৃত্বের মাধ্যমে সবচেয়ে খাঁটি নেতৃত্ব যাচাই করবেন। তাদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর ছাত্রলীগ।

ছাত্রলীগ হাইকমান্ড ও গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, আগামী ছাত্রলীগের নেতৃত্বের আলোচনায় রয়েছে কয়েকজনের নাম। তারা হলেন—ডাকসুর সাবেক এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আইন সম্পাদক ফুয়াদ হাসান শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক সবুর খান কলিন্স, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন, জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান সানি, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য রফিকুল ইসলাম সবুজ।