লাখো মানুষের উপস্থিতিতে আ.লীগের বিজয় শোভাযাত্রা

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে লাল-সবুজের ‘বিজয় শোভাযাত্রা’ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা আড়াইটায় শোভাযাত্রাটি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান ও ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রায় দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা লাল-সবুজে সজ্জিত হয়ে এতে অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।

দুপুর থেকেই শোভাযাত্রায় অংশ নিতে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও এর আশপাশে জড়ো হতে থাকেন। লাল-সবুজ পোশাক পরে, ঢাকঢোল পিটিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে এই কর্মসূচিতে যোগ দেন তারা।

এই কর্মসূচির কারণে সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হওয়ায় সাময়িকভাবে যানজট তৈরি হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মান্নাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজয় শোভাযাত্রায় লাখো মানুষের উপস্থিতির কারণে কিছুটা ভোগান্তি হয়েছে, এটা ঠিক। মানুষের ভোগান্তি কমাতে শনিবার এই কর্মসূচি পালন করা হয় এবং বিকল্প রুটে গাড়ি চলাচলের ব্যবস্থা ছিল।’