নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচন: নৌকার টিকিট চান ৯ জন

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৯ জন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মঙ্গলবার (১৮ জুলাই) ও বুধবার (১৯ জুলাই) তারা ফরম সংগ্রহ ও জমা দেন।

আসনটিতে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত সময় শেষে আজ আওয়ামী লীগের দফতর থেকে এসব তথ্য জানানো হয়।

মনোনয়ন ফরম সংগ্রহ করা ৯ জন হলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সাবেক সদস্য ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সহ-সম্পাদক ও নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ, শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সাবেক সদস্য মমতাজ হুসেন চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি উপ-কমিটির সাবেক সদস্য গোলাম বাকী চৌধুরী, শ্রম ও জনশক্তি উপ-কমিটির সাবেক সদস্য এম মনজুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান ও আওয়ামী লীগের ধর্ম উপ-কমিটির সাবেক সদস্য রোমান মিয়া।

শনিবার (১৬ জুলাই) শূন্য ঘোষিত আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, আপিল ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিন মারা যান ১১ জুলাই। তার মৃত্যুতে গত ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।