ছবিতে ছাত্রলীগের ছাত্রসমাবেশ: ‘আজ শপথ নেওয়ার দিন’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশ শুরু হচ্ছে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায়। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। আয়োজকরা জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখের বেশি নেতাকর্মী ও শিক্ষার্থী যোগ দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগের শীর্ষ নেতারা বলছেন, এই ছাত্রসমাবেশ থেকে সারা বিশ্বে আমরা একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই, তরুণ সমাজ জাতির পিতার কন্যার সঙ্গে ছিল, আছে ও থাকবে। সমাবেশে লাখ লাখ শিক্ষার্থীকে নিয়ে আমরা উন্মুক্তভাবে শপথ নিতে চাই, দেশবিরোধী যেকোনও অপশক্তির অপতৎপরতা রুখে দিতে দেশের তরুণরা সদা প্রস্তুত রয়েছে।

শুক্রবার সমাবেশ শুরু হওয়ার আগে তোলা ছবি—

বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

স্লোগানে স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা

সমাবেশস্থল সাজানো হয়েছে জাতির পিতার নানান ছবি দিয়ে

নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ

নেতাকর্মীদের বসার জন্য দেওয়া হয়েছে প্লাস্টিকের চেয়ার

সোহারাওয়ার্দী উদ্যানের বেশ কয়েকটি ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছেন নেতাকর্মীরা

মূল ফটকে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা

বাহারি সাজে এসেছেন ’নৌকাভক্তরা’

প্রায় ৫ লাখ লোকের সমাবেশের ঘোষণা দিয়েছেন আয়োজকরা।