বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর শেখ হাসিনা: সুজিত রায় নন্দী

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া, কেক কাটা এবং অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশপ্রেম দিয়ে এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আগামীতে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে  কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষতা, দূরদর্শিতা এবং মেধার কল্যাণে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা তার পিতার মতোই এ দেশের মানুষের জন্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি সবসময় দেশ এবং দেশের মানুষের কথা ভাবেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতীতে এগিয়ে যাচ্ছে। 

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহ-সভাপতি সন্তোষ দাস, আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও আহসান উল্লাহ আখন প্রমুখ।