বিএনপি মাদকাসক্তদের কিছু টাকা-পয়সা দিয়ে গাড়িঘোড়াতে পেট্রোলবোমা নিক্ষেপ করাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তারা (বিএনপি) আন্দোলনকে আউটসোর্সিং করেছে। তাদের কর্মী পাওয়া যায় না।’
রবিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘হঠাৎ করে গাড়ির মধ্যে বোমা নিক্ষেপ করা, এটি তো কোনও রাজনীতি হতে পারে না। এটি কোনও রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না। আবার তারা (বিএনপি) আন্দোলনকে আউটসোর্সিং করেছে। তাদের কর্মী পাওয়া যায় না, যারা মাদকাসক্ত তাদের কিছু টাকা-পয়সা দিয়ে গাড়িঘোড়ায় পেট্রোলবোমা নিক্ষেপ করাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনকে আউটসোর্সিং করে এখন নেশাখোরদের হাতে দিয়েছে। সঙ্গে ওদের কর্মীরাও আছে। এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গাড়িঘোড়ায় আগুন দেওয়া কখনও আন্দোলন হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এটির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাজনীতিকে রক্ষা করতে হবে।’
সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব দীপ আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন।