‘মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে, তারা উন্নয়ন ও গণতন্ত্র চায়’

উন্নয়ন ও গণতন্ত্রের মধ্যে কোনও বিভাজন নেই মন্তব্য করে সরকারি দলের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে তারা দুটোই চায়। এই অহেতুক বিতর্ক শেষ হয়েছে বলে তিনি মনে করেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সরকারি দলের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, ‘উন্নয়ন ও গণতন্ত্র নিয়ে একটি মহল অহেতুক বিতর্ক শুরু করেছিল। এ দুটোর মধ্যে কোনও বিভাজন নেই। তারা বারবার চেষ্টা করেছিল। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে, তারা দুটোই চায়। তবে তারা অতিদ্রুত উন্নয়ন চায়। কারণ, জনগণ ভালো জীবনের আশা করে। গত ১৫ বছরে তারা এই উ্ন্নয়নের ছোঁয়া পেয়েছে।’ এই অহেতুক বিতর্ক চিরতরে শেষ হয়েছে বলে তিনি মনে করেন।

সরকারি দলের সংসদ সদস্য শাজাহান খান বলেন, ‘যারা বলেছিল— শেখ হাসিনা সরকারকে উৎখাত করবে, তাদের পরাজয় হয়েছে। তারা বলেছিল, শেখ হাসিনা সরকার উন্নয়নের কথা বলে দুর্নীত করছে, তারা দুর্নীতির কোনও প্রমাণ করতে পারেনি। বিএনপির কাছে গণতন্ত্র আশা করা যায় না।’

স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দীন বলেন, ‘দেশ অনেক সুন্দরভাবে চলছে। তারপরও অনেক সমস্যা আছে। সমাধান দরকার। ডলার সংকটের মূল কারণ দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। টাকাপাচার বন্ধ করতে হবে। এর মূল কারণ দেশে অনেক টাকা আছে, সে টাকা প্রদর্শনের বৈধ সুযোগ নেই। এই সুযোগ করে দেওয়া জরুরি। তিন বছর আগে এই সুযোগ দেওয়া হয়েছিল।’

সোহরাব উদ্দীন বলেন, ‘ব্যাংক খাতে দুরবস্থা। লুকিয়ে রাখা তথ্য বের করলে দেখা যাবে— খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা। নতুন করে বাংলাদেশ ব্যাংক একটি পথ-নকশা প্রকাশ করেছে।’ তিনি আশা করেন, এটি বাস্তবায়ন হলে দুর্বলতা কাটবে।