মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক

আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলোর সম্মেলনের চিন্তা করবো। এসব বিষয়ে ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত, সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত।

মঙ্গলবার (১৯ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আমরা পারফেক্ট এই দাবি করি না

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেওয়া মার্কিন দুটি প্রতিষ্ঠানের রিপোর্টের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরাও তো একটা দেশ। গণতন্ত্রের বিষয়ে আমাদেরও একটা মানদণ্ড আছে। গণতন্ত্রের ক্ষেত্রে পৃথিবীতে কোনও দেশ পারফেক্ট নয়। আমরাও পারফেক্ট এই দাবি করি না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমানে প্রায় নিশ্চিত হওয়া রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, আমি ইলেক্টেড না হলে রক্তবন্যা বয়ে যাবে। এইটা কোনও নির্বাচন? সেখানে গতবার সত্যিকারের নির্বাচন হয়নি। নির্বাচিত প্রেসিডেন্টকে দেশটির সাবেক প্রেসিডেন্ট আজ পর্যন্ত মেনে নেয়নি। কাজেই মানদণ্ড কোথায় কী সেটা বোঝা হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)

বাংলাদেশে  ২১ বছর সামরিক শাসক এবং তার অনুসারীরা ক্ষমতায় ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে গণতন্ত্রের চর্চা ছিল না। গণতন্ত্রের নামে যারা ক্ষমতায় বসেছে তারা ১৫ ফেব্রুয়ারি মার্কা প্রহসনের নির্বাচন করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে হা না ভোট আরেকটা প্রহসন। যারা ওয়ান ইলেভেনের সময় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছে পরবর্তী নির্বাচনের জন্য। সেখান থেকে অস্বাভাবিক সরকার দুই বছর ক্ষমতায় থেকেছে। কাজে আমাদের মানদন্ড ভিন্নতর।

আওয়ামী লীগে কোনও দুর্ভিক্ষ নেই

আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে ভাঙ্গার অভিযোগ নিয়ে এক বিএনপি নেতার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, বিএনপিকে আমরা কেন ভাঙতে যাব? আমাদের কি কোনও দুর্বলতা আছে যে বিএনপি থেকে লোক এনে সে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগের বহু লোক। গত নির্বাচনে দেখেছেন প্রার্থিতা ফরম নিতে কত ভিড়। আওয়ামী লীগে কোনও দুর্ভিক্ষ নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।