টাকা লোপাটের ঘটনায় অর্থমন্ত্রীও সন্দেহের ঊর্ধ্বে নন: সুরঞ্জিত

সুরঞ্জিতবাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সন্দেহের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক প্রার্থনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থ চুরির ঘটনায় অর্থমন্ত্রী দায় এড়াতে পারেন না মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘দায়িত্বশীল পদে থাকলে, দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। অর্থমন্ত্রীকেও এ অর্থ চুরির দায় নিতে হবে। কারণ চুরি যাওয়া অর্থ অর্থমন্ত্রী বা আমার বাবার টাকা না। এটা জনগণের টাকা।’
রিজার্ভ চুরির ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অর্থ চুরির ঘটনায় কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। এমনকি অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেকটি মানুষও সন্দেহের ঊর্ধ্বে নন।’
তিনি আরও বলেন, ‘জাতীয় বা রাষ্ট্রীয় বিষয় হালকা করে দেখার কোনও সুযোগ নেই। সব কাজ করবেন শেখ হাসিনা। আর আমরা ইংরেজি কমু, প্রেসের সঙ্গে কথা কমু। কী কয় রাবিশ-খবিশ। এগুলা কোনও কথা হলো?’

অর্থ চুরির ঘটনা সরকারকে আগে জানালেও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের অবস্থা একই হতো মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘এগুলো কোনও কথা হইলো। নিশ্চয় আগে জানালেই টাকা পাওয়া যেত। এগুলো সাধারণ ঘটনা না।’

গত ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। ফিলিপাইনের একটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়। ওই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন গভর্নর আতিউর রহমান।

/এসএনএইচ/এজে/