পদে মুক্তি নাই, রাজপথেই মুক্তি: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ছবি)‘পদে কোনও মুক্তি নাই বরং রাজপথেই মুক্তি আছে। তাই আজকে যারা পদের পেছনে ঘুরছেন, তাদের গলার কাঁটা হয়ে যাবে একদিন এই পদই। রাজপথের রাজনীতিই নেতা সৃষ্টি করে। বিএনপির কমিটিতে পাঁচশ জনের অধিক নেতা থাকলেও, আজকে কাজ করার জন্য কয়জন নেতা আছে?’
বিএনপির সম্প্রতি গঠিত কমিটিতে পদ পাওয়ার প্রসঙ্গে দলের নেতা-কর্মীদের উদ্দেশে এই কথা বলেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (৫ সেপ্টম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের কাছে আমাদের নেতা-কর্মীদের মুক্তি দাবি করে কোনও লাভ হবে না। কারণ এই ক্ষমতাশীনরা ১/১১ চক্রান্ত সফল করতেই আমাদের নেতা-কর্মীদের ওপর একের পর এক মামলা দিয়ে যাচ্ছে।’

এসময় তিনি অভিযোগ করেন, ‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে এবং তারেক রহমান যেন বাংলাদেশে না আসতে পারে, সেই জন্যই ১/১১ কুশীলবরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।’

তিনি আগামীতে এ দিনকে তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

/এসআইএস/এনএস/