সৌদি আরবের পথে খালেদা জিয়া

খালেদা জিয়াসৌদি বাদশাহ বাদশাহ সালমান বিন আব্দুল-আজিজ আল সউদ-এর আমন্ত্রণে হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
অপরদিকে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্যও নিশ্চিত করেন শায়রুল কবির খান।
এ সফরে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম।
এর আগে, বিকাল সাড়ে তিনটার দিকে গুলশানের ফিরোজা বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিমানবন্দরে পৌঁছুলে তাকে বিএনপির নেতারা তাকে বিদায় জানান। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান ও শামা ওবায়েদসহ অনেকে।

/এসটিএস/এইচকে/

পড়ুন:  টুইটারে সক্রিয় খালেদা