সরকারকে চরম মূল্য দিতে হবে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসরকারকে একদিন চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের প্রসঙ্গে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘জিয়ার পদক কেড়ে নেওয়ার পরে, সরকার এখন তার কবর সড়ানোর যে ষড়যন্ত্র করছে তা আহাম্মকের পরিচয়। আর এসব কর্মের জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে। কারণ সরকার জিয়ার স্বাধীনতার পদক কেড়ে নেয়নি বরং সমগ্র জাতির স্বাধীনতা পদক কেড়ে নিয়েছে।’
বর্তমান সরকার দেশের তরুণ প্রজন্মকে ইতিহাসের ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘বর্তমান সরকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে খলনায়ক হিসেবে দেশবাসীর কাছে পরিচিত করাতে চাচ্ছে। কারণ জিয়ার স্থান এদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে। বাংলাদেশের স্বাধীনতা ও জিয়ার নাম এক এবং অভিন্ন।’

সংগঠনের আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ বক্তব্য দেন।

/এসআইএস/এমও/