গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ না থাকায় কাউ‌ন্সিলে যায়‌নি বিএন‌পি:‌ রিজভী

রুহুল কবীর রিজভী

গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ না থাকায় আওয়ামী লী‌গের কাউন্সিলে বিএন‌পি যায়‌নি ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন দ‌লের সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী আহমেদ।

দুই মাস কারা‌ভো‌গের পর মু‌ক্তি পে‌য়ে রবিবার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন।

‌রিজভী ব‌লেন, ‘আওয়ামী লী‌গের কাউন্সিলে বিএন‌পির না যাওয়ার সিদ্ধান্ত স‌ঠিক। গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ থাক‌লে যাওয়া যেত। যেখা‌নে বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে আক্রমণ ক‌রে বক্তব্য দেয়, ‌দ‌লের নেতাকর্মী‌দের গুম-খুন, মিথ্যা মামলা দি‌য়ে নির্যাতন কর‌ছে এরকম প‌রি‌বে‌শে কিভা‌বে তা‌দের কাউন্সিলে উপ‌স্থিত হওয়া যায়।’
‌তি‌নি ব‌লেন, ‘সরকার নিজেদের জনগ‌ণের প্রতি‌নি‌ধি নয়, জ‌মিদার ম‌নে ক‌রে। তারা গোটা রাজধানী‌কে দখল ক‌রে নি‌য়ে অ‌বৈধভা‌বে কাউন্সিল কর‌ছে। সরকার দস্যু বৃ‌ত্তির মাধ্যমে কাজ কর‌ছে। এরই প্রতিফলন দেখ‌ছি আওয়ামী লী‌গের কাউন্সিল। তারা লাল, নীল ঝাড়বা‌তি লা‌গি‌য়ে ঢাকা‌কে একাকার ক‌রে ফেল‌ছে। এভা‌বে রাজ‌নৈ‌তিক কাউন্সিল হ‌তে পা‌রে না।’ ‌বিএন‌পির এই নেতা ব‌লেন, ‌বিএন‌পির কাউন্সিলে সরকার বি‌ভিন্নভা‌বে বাধা দি‌য়ে‌ছিল। রাস্তায় রাস্তায় নেতাকর্মী‌দের আস‌তে বাধা দি‌য়ে‌ছে। কাউন্সিলের অনুম‌তি দি‌য়ে‌ছে দুই/‌তিন‌দিন আ‌গে। যেন সবার ম‌নে একটা সন্দেহ জা‌গে বিএন‌পি কাউন্সিল কর‌তে পার‌বে কিনা। আমা‌দের ব্যানার পোস্টার লাগা‌তে দেয়‌নি।

/এসটিএস/এসটি/