ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ইতিহাস বিকৃত করছে সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরদীর্ঘদিন ক্ষমতায় থাকতে নতুন প্রজন্মের কাছে ‘বিকৃত ইতিহাস’ তুলে ধরছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের জাতিসত্ত্বা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেজন্য আমরা সত্য কথাগুলো আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। কিন্ত এরা সচেতনভাবে পরবর্তী প্রজন্মকে একটা মিথ্যা ধারণা দিচ্ছে, ভুল ধারণা দিচ্ছে, বিকৃত ইতিহাস তুলে ধরছে।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করতে সরকারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, ‘ওরা ৭ নভেম্বরকে ভয় পায় বলে আমাদের সমাবেশ করতে দেয় না। মানুষ যদি একসঙ্গে হয় সেজন্য তারা ভয় পায়। ভয় পায় বলে তারা নির্বাচন দেয় না, ভয় পায় বলে তারা সংবিধান থেকে গণভোটের ব্যবস্থা তুলে নিয়েছে। ভয় পায় বলেই তারা জনগণ থেকে দূরে দূরে থাকে।’

দলের দর্শন তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের ওপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠিত। যার প্রতীক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব।’ এসময় মহিলা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে ‘অন্যায় ও দুঃশাসন’ এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বানও জানান মির্জা ফখরুল।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।



/এসটিএস/এমও/