'এবার নাসিকে ভোট ডাকাতি হয়নি, চুরি হয়েছে'

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আগের নির্বাচনের মতো ভোট ডাকাতি হয়নি,  চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘ডাকাতি হলে ধরা সম্ভব। কিন্তু চুরি হলে ধরা কঠিন। দিনের আলোতে যা ঘটেছে তা সুন্দর ছিল, কিন্তু রাতের ঘটনা অজ্ঞাত। ভোট চুরি হয়েছে।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শক্তিশালী নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার: প্রেক্ষিত,  গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভয়েস অব ডেমোক্রেসি (ফেলো) আলোচনা সভাটি আয়োজন করে।

গয়েশ্বর বলেন, ‘নির্বাচন কমিশনকে এত স্বাধীনতা দেওয়া হয়েছে তারা যা ইচ্ছা তাই করছে। শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া আর ট্রাকের নিচে মাথা রাখা একই কথা। আত্মহত্যা মহাপাপ। এই পাপ কি করা যায়?’

সরকার নাসিক নির্বাচনে দৃশ্যমান কোনও দুর্ঘটনা করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘এবার তারা দিনে ডাকাতি করেনি, চুরি করেছে। দিনের বেলায় ডাকাত আসলে তাদের কাছে অস্ত্র থাকলে প্রতিহত করার প্রস্তুতি রাখা যায়। তবে চোর রাতে যখন আসে তখন আমরা ঘুমিয়েও থাকতে পারি।’

তিনি বলেন, ‘ফলাফল ঘোষণার আগে ৭ কেন্দ্রের ভোট অসমর্থিত সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম প্রকাশ করলো।  অসমর্থিত সূত্র কারা?  সোর্স আর সরকারের তথ্য এক হয়ে গেলো?’

‘প্রমাণবিহীন চুরির অভিজ্ঞতা সম্পন্ন লোকদের অধীনে নির্বাচনে যাওয়া যায় না’ মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে জাতীয় নির্বাচনে যাবো।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাড. জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

আরও পড়ুন- 


‘আপনারাই হিসাব করে দেখুন, আমাদের মাস চলে কী করে’

/আরএআর/এফএস/