জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী ও বেআইনি: মওদুদ

মওদুদ আহমেদজেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী ও সম্পূর্ণ বেআইনি, বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘চেতনায় বাংলাদেশি জাতীয়তাবাদ সংগঠন’ আয়োজিত ‘মেজর জিয়া ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, ‘সংবিধানের ৫৯ ও ৬০ নং অনুচ্ছেদ বাতিল হয়নি। জনগণের সরাসরি ভোটাধিকার ছাড়া ক্ষমতায় বসা সরকার জেলা পরিষদ নির্বাচন করছে, তাই এই নির্বাচন বেআইনি।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে আমার যুদ্ধের সময় থেকেই পরিচয়। তিনিই প্রথম বাকশালী শাসন ব্যবস্থাকে উঠিয়ে দিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থা করেছেন। তিনি সংবিধান সংযোজন করেছেন, বাতিল করেননি। কিন্তু আওয়ামী লীগ যা করছে তা আইয়ূব খান সরকারের বেসিক গণতন্ত্র ও বুনিয়াদী গণতন্ত্রের মতো।’
বিএনপি উদারপন্থী দল উল্লেখ করে তিনি বলেন, ‘মৌলবাদ ও উগ্রবাদের প্রপাগান্ডা দিয়ে বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু জনগণের জন্য তা করতেও তারা পারবে না। বর্তমানে রাজনীতি একটি অপরাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। কারণ দেশে এখন গণতন্ত্র নেই, রাজনীতি চলছে একদলীয় ভাবে।’

শক্তিশালী নির্বাচন কমিশন গঠন দলীয় সরকারের অধীনে হবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তাতে সাধুবাদ জানাই। আমরা মনে করি দ্বিতীয় দফায় আবারও রাষ্ট্রপতি সংলাপের আলোচনা করার ব্যবস্থা করবেন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আলী নূর, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, ড. রফিকুল ইসলাম মেহেদী, ব্যারিস্টার আনোয়ার হোসেন প্রমুখ।

/আরএআর/এমও/