‘গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করতে হবে’

নজরুল ইসলাম খানগণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনকে আরও বেগবান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আর এ গণি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে তার আত্মা শান্তি পাবে।
রবিবার (১৫ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের সাবেক স্থায়ী কমিটির সদস্য আর এ গণির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেছেন। এ মিলাদ মাহফিলের আয়োজন করে আর এ গণি স্মৃতি পরিষদ।
মিলাদ মাহফিলে নজরুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রের জন্য সারাজীবন আন্দোলন করে গেছেন আর এ গণি। তিনি ছিলেন নিবেদিতপ্রাণ একজন অগ্রজ নেতা। তাকে হারিয়ে বিএনপি শূন্যতা অনুভব করেছে। তিনি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন এবং খালেদা জিয়ার অনেক বিশ্বস্ত ছিলেন।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। এই গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে বেগবান করতে হবে।’ যারা দেশের জন্য ও দলের জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করতে নেতাদের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান।
মিলাদ মাহফিলে বিএনপির ভাইসচেয়ারম্যান আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ সার্থক: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ: পরিকল্পনামন্ত্রী




/এসটিএস/টিআর/