‘পাতানো নির্বাচনের ট্রেনিং দেওয়ার জন্য নুরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে’

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনপ্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ‘খাঁটি আওয়ামী লীগার’ বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘তিনি (নুরুল হুদা) জনতার মঞ্চের একনিষ্ঠ নেতা ছিলেন। তাকে কী কারণে নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট। সরকার ২০১৪ সালের মতো আরেকটি পাতানো নির্বাচন করতে চায়, আর সেই নির্বাচন কীভাবে হবে তার ট্রেনিং দেওয়ার জন্য নুরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনটির আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন।

‘রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে বেছে বেছে আওয়ামী নির্বাচন কমিশন গঠন করেছেন’ বলেও মন্তব্য করেন জয়নাল আবেদীন ফারুক। নির্বাচনকালীন সরকার নিয়ে খালেদার জিয়ার সঙ্গে ক্ষমতাসীনদের আলোচনার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও আওয়ামী লীগের অধিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে, জনগণের দাবি অনুযায়ী নির্বাচন করতে চাইলে খালেদা জিয়ার সাথে আলোচনায় বসতেই হবে।’

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘অনুগ্রহ করে ২০১৪ সালের মতো আর ফাঁকা মাঠে গোল দেবেন না। বল এখন আপনাদের পায়ে আছে। তবে যদি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে অনতিবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন।’

আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপি নেতা নাজমুল হাসান রনি, শরিফুল ইসলাম প্রমুখ।

/আরএআর/এফএস/

আরও পড়ুন- 

সালিশি বৈঠকে বেদম পিটুনি! (ভিডিও)

ছিনতাইয়ের ফাঁদ মাইক্রোবাস!