বিএনপি নেতা সোহেল জেল গেট থেকে আটক

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেলবিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে জেল গেট থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তির পর সেখান থেকেই গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে আটক করে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান। এরপর কারা ফটক থেকেই তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে, গত বছরের ৯ অক্টোবর নাশকতার মামলায় ঢাকার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তখন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক মহানগর হাকিমরা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, হাবীব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলাগুলোর মধ্যে রয়েছে- পল্টন থানায় ২২টি মামলা, মতিঝিল থানায় ৩টি, দারুস সালাম থানায় ২টি, যাত্রাবাড়ি থানায় ৩টি, ওয়ারী থানায় ২টি, মুগদা থানায় ৩টি, খিলগাঁও থানায় ২টি এবং রমনা, শাহবাগ ও মোহাম্মদপুর থানায় একটি করে মামলা।

/এসটিএস/এমও/