বিদেশে বন্ধু নয়, সরকারের প্রভু আছে: গয়েশ্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনার বিদেশে প্রভু আছে, বন্ধু নয়। কিন্তু জিয়াউর রহমানের বন্ধু ছিল, প্রভু নয়। বিএনপি স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করলে জনগণ মানবে না।’

আলোচনাসভায় বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়রবিবার দুপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে মশিউর রহমান যাদু মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট: যাদু মিয়া’ শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, “শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়া নাকি ‘র’ এর এজেন্ট ছিল। এটা বিশ্বাসযোগ্য নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ঢেলে দিয়েছেন শেখ হাসিনা। ইতোমধ্যে চীনের সঙ্গে সামরিক চুক্তি হয়েছে, সাবমেরিন কিনেছেন। আপনাকে বিশ্বাস করা যায় না, কারণ আপনি নির্বাচিত নন।”

এরশাদের জোট প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘জোট নিয়ে নাটক চলছে। যাদের ওপর জনগণের আস্থা নেই তাদের আবার জোট কিসের?’

যাদু মিয়ার স্মরণে তিনি বলেন, ‘যাদু মিয়া ছিলেন রাজনীতির অগ্নিপুরুষ। তিনি খুবই কর্মীবান্ধব ও হাস্যরসের ব্যক্তিত্ব ছিলেন। তিনি মওলানা ভাসানীর খুবই ঘনিষ্ঠজন ছিলেন। যিনি গণতন্ত্রের গাছ রোপন করেছিলেন। সেই গাছকে লালন করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেবেল রহমান গানি বলেন, ‘দেশ আজ কঠিন সঙ্কটকাল অতিক্রম করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র আজ আধিপত্যবাদী-সাম্রাজ্যবাদী শক্তির নিকট কারারুদ্ধ। এই অবস্থায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোনও বিকল্প নাই।’

সংগঠনের চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এম গোলাম মোস্তফা ভুঁইয়া, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিকর খোকন প্রমুখ।

/এসটিএস/এমও/