ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হবে আত্মঘাতী: বিএনপি


রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশ-ভারতের মধ্যে সামরিক চুক্তি হলে সেটি আত্মঘাতী এবং জাতীয় স্বাধীনতা বিরোধী হবে বলে মনে করছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশের নিরাপত্তা যদি ভারতের ওপর নির্ভলশীর হয় এবং ভারতের ইচ্ছা অনুযায়ী যদি প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হয়, তাহলে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বলে কিছু থাকবে না।’
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি হলে তা হবে আত্মঘাতী এবং জাতীয় স্বার্থ বিরোধী। এ ধরনের রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি হলে তা দেশের জনগণ কোনওদিন মেনে নেবে না, বরং তা প্রতিরোধে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসবে।’
কোনও ধরনের গোপন চুক্তি জনগণ মেনে নেবে না জানিয়ে বিএনপি এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে ভারতের প্রধান চাহিদা প্রতিরক্ষা চুক্তি। এছাড়াও আরও দু’ডজন চুক্তির কথা শোনা যাচ্ছে। তাই জনগণকে অবহিত না করে কোনও গোপন চুক্তি কেউ মেনে নেবে না, বাস্তবায়নও হতে দেবে না। দাসত্বের শৃঙ্খলে বাধার যে কোনও চুক্তি জনগণ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন অগ্নিবর্ণ সংগ্রামে তা প্রতিহত করবে।’
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘রিসার্স অ্যান্ড অ্যানালাইসিস উইং’ ‘র’ এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে রহস্যজনক হিসেবে আখ্যায়িত করেন রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপিকে নিশ্চিহ্ন করতে র সব সময় নেতিবাচক ভূমিকা পালন করছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের নেপথ্যে এর ভূমিকা ছিল বলে ভারতের একটি গণমাধ্যমের বরাত দিয়ে জানান তিনি।
মঙ্গলবার লক্ষীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট চেয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার জন্যই করেছেন বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘এটি সংবিধান এবং নির্বাচনি আচরণ পরিপন্থী।’

/এসটিএস/এসটি/