শনিবার বিএনপির দিনব্যাপী শিক্ষা বিষয়ক সেমিনার

বিএনপি‘বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বিএনপি। আগামী শনিবার (১৩ মে) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দিনব্যাপী আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, দুটি সেশনে সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল দশটায় প্রথম সেশনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সেশনে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় অংশ নিতে পারছেন না।
দ্বিতীয় সেশনে সভাপতি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শায়রুল কবির খান জানান, পুরো সেমিনারে শিক্ষাব্যবস্থা নিয়ে ৫টি প্রবন্ধ পাঠ হবে। এই প্রবন্ধগুলো উপস্থাপন করবেন, ড. মাহবুব উল্লাহ, ড. আ.ফ.ম ইউসূফ হায়দার, ড. সিরাজুল ইসলাম, ড. সিদ্দিকুর রহমান ও ড. সাব্বির মোস্তফা। সেমিনার সঞ্চালনা করবেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম।

/এসটিএস/এমও/