প্রধানমন্ত্রী কূটনীতিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন: শামসুজ্জামান দুদু

বিশ্ববাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাত্তাই দেয়নি, বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়াম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘে কূটনীতিকভাবে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন।’ বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চালের দাম কমাও, মানুষ বাঁচাও’ শীর্ষক এক মানববন্ধনে তিনি একথা বলেন।

মানববন্ধনে বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদুশামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘে মাত্র ২ মিনিট আলোচনা করেছেন ট্রাম্পের সঙ্গে, তাও আবার রাস্তায় দাঁড়িয়ে। তিনি সেখানে বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের কাছে কিছু প্রত্যাশা করি না। অথচ প্রত্যাশার জন্যই তো সেখানে গিয়েছিলেন। কিন্তু দাম্ভিকতা করে বলছেন, আমাদের কোনও প্রত্যাশা নেই। আসলে বিশ্ববাসী আপনাকে পাত্তা দেয়নি।’

বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমাদের শুনিয়ে এসেছে চীন, ভারত, রাশিয়া আমাদের বন্ধু। কিন্তু রোহিঙ্গা সংকটে তারা আমাদের বিপক্ষে।’

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে দাবি করে তিনি বলেন, ‘শেখ মুজিবের শাসন আমলে কবি লিখেছিলেন ভাত দে হারামজাদা না হলে মানচিত্র চিবিয়ে খাব। তখন রাস্তাঘাটে মানুষ না খেয়ে, ফ্যান খেয়ে মৃত্যুবরণ করেছে। সেই দুর্ভিক্ষ ইতিহাস হবে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু শেখ মুজিবের সুযোগ্য কন্যার আমলে ৭২ সালের মত আবারও দুর্ভিক্ষ দেখা দিয়েছে।’

সরকারের আমলে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যে সংকট অতীতে কোনও সরকারের আমলে তা দেখা যায়নি উল্লেখ করে দুদু আরও বলেন, ‘এই সরকারের যোগ্যতা নেই দেশ পরিচালনার। সরকার ট্রাকে করে যে চাল বিক্রি করছেন তা আতপ চাল। এর আগে কোনও সরকার এই চাল বিক্রি করে নাই।’

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দীন এহিয়া খান মজলিস সরোয়ার প্রমুখ।