২৪ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের করণীয় নিয়ে বৈঠক করবে বিএনপি

বিএনপিরোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের করণীয় নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করছে বিএনপি। আগামী রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর লেকশোর হোটেলে এই গোলটেবিল অনুষ্ঠিত হবে। আয়োজনের অন্যতম উদ্যোক্তা সাবেক আইজিপি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল কাইয়ূম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
উদ্যোক্তারা জানিয়েছেন, গোলটেবিল বৈঠকের বিষয় ঠিক করা হয়েছে, ‘জেনোসাইড ইন মায়ানমার অ্যান্ড রোল অব বাংলাদেশ’। এই বিষয়ে আলোচনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গোলটেবিলে অংশ নিতে বিভিন্ন দেশের কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, বলে জানান আবদুল কাইয়ূম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যরিস্টার নওশাদ জমির বাংলা ট্রিবিউনকে জানান, তিনিও গোলটেবিলে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন।

একটি সূত্র জানায়, বিএনপির থিংক ট্যাংক ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার’ এই গোলটেবিল আয়োজনের মূল ভূমিকা রেখেছে। গোলটেবিলে বর্তমান মায়ানমারে রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের শরণার্থী সংকট নিয়ে বিস্তারিত একটি প্রবন্ধ পাঠ হবে বলেও জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।